প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:১৭ পিএম

DSC_0038 [Max Width 320 Max Height 240]প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপদ ও সুখি জীবন। একারনে এ সরকার ক্ষমতায় এলে জনগণের চাওয়া-পাওয়া পূরণ হয়।

সাংসদ কমল বলেন, রামুর সাম্প্রতিক বছরগুলোতে রামুতে বন্যা কবলিতদের দূর্ভোগ ছিলো ভয়াবহ। অনেক মানুষ পানির ¯্রােতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাই সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে তিনি রামুতে বন্যা মোকাবেলায় নৌকা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। এসব নৌকা দিয়ে যেমন বন্যা আক্রান্তদের নিরাপদ আশ্রয়ে নেয়া সম্ভব হবে তেমনি বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজেও ব্যবহার করা যাবে।

তিনি বলেন, নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারসহ বন্যা মোকাবেলায় করণীয় অন্যান্য কর্মকান্ডও চলছে। সব কাজ শেষ হলে রামুতে বন্যার ভয়াবহতাও কমে যাবে।

শুক্রবার (১২ আগষ্ট) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বন্যাদূর্গতের উদ্ধার কাজ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য নৌকা বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এসব কথা বলেন।

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদের সভাপতিত্বে ও রামু উপজেলা স্ব্ছোসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, প্রবীণ আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম চৌধুরী, পিএম খালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হামিদুল হক ও আবুল কাশেম।

নৌকা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নুরুল হক, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, সাংসদ কমলের একান্ত সহকারী মিজানুর রহমান ও ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মো. হামিদ উল্লাহ।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ...

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন: সিদ্ধান্ত হয়েছিল বিগত আ.লীগ সরকারের আমলে

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ...

উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কক্সবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ...