প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ১:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট:
মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলিবিদ্ধ হওয়া দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি হয়েছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে তাদেরকে মেডিকেলে ভতির্ করা হয়। দুই রোহিঙ্গা হলেন- মিয়ানমারের মংডুর ইসমাইলের ছেলে মোহাম্মদ মুছা (২২) ও গুল মোহাম্মদের ছেলে মোহাম্মদ মুক্তার (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ। আহতদের স্বজন মোহাম্মদ কাউসার জানান, তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়।
গত বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে লাইল্লাতলী পুলিশ ক্যাম্প এলাকায় তারা গুলিবিদ্ধ হন। ‘পরে শুক্রবার দিনগত রাত ২টার দিকে নৌপথে তারা বাংলাদেশে প্রবেশ করে। এরপর শনিবার সকাল সোয়া আটটায় চমেক হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...