প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ১:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট:
মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলিবিদ্ধ হওয়া দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি হয়েছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে তাদেরকে মেডিকেলে ভতির্ করা হয়। দুই রোহিঙ্গা হলেন- মিয়ানমারের মংডুর ইসমাইলের ছেলে মোহাম্মদ মুছা (২২) ও গুল মোহাম্মদের ছেলে মোহাম্মদ মুক্তার (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ। আহতদের স্বজন মোহাম্মদ কাউসার জানান, তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়।
গত বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে লাইল্লাতলী পুলিশ ক্যাম্প এলাকায় তারা গুলিবিদ্ধ হন। ‘পরে শুক্রবার দিনগত রাত ২টার দিকে নৌপথে তারা বাংলাদেশে প্রবেশ করে। এরপর শনিবার সকাল সোয়া আটটায় চমেক হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...