প্রকাশিত: ২৭/০৯/২০১৭ ৪:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০০ পিএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
একদিনের ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনা ঘটলো ঈদগাঁওতে। ২৭ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদ নগরে এ দূর্ঘটনা ঘটে। এর আগের দিন ডুলাফকির (রহ.) রাস্তার মাথায় একটি দূর্ঘটনা ঘটেছিল। জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে একটি এস.আলম বাস (নং ১১-০২০৬) এর চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। পানিরছড়া গ্যারেজের থলিয়াঘোনা টার্নিং পয়েন্টে রাস্তার পাশে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে গাড়ীর সব যাত্রী কমবেশি আহত হন। তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। কলেজ শিক্ষক মোহাম্মদ জাহেদ দূর্ঘটনার খবর নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় জনতা উদ্ধার অভিযানে নামেন। ঘটনাস্থলে রামু থানা ও হাইওয়ে পুলিশের দল আসে। এদিকে এর আগের দিন বিকেলে ঈদগাঁওতে প্রাইভেট পড়ার সময় বিদ্যুতের শর্ট খেয়ে শিক্ষার্থী ফাহিম ফরহাদের মুখমন্ডল ও বুক থেঁতলে পড়ে। আলমাছিয়া ফাজিল মাদ্রাসার পাশর্^বর্তী এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ার সময় ছাত্রটি ১১ হাজার ভোল্টেজ লাইনে শর্ট খায়। এতে সে ২য় তলা থেকে পড়ে যায়। দূর্ঘটনায় তার পুরো শরীরই বিপন্ন হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সে জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তার পিতা একজন হত দরিদ্র। পড়ালেখার পাশাপাশি সে বাজারে ক্ষুদ্র ব্যবসা করত। দূর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হচ্ছিল। তার মা মোহছেনা আক্তার তার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র বানাতে ভৈরবে এসে আটক

জাতীয় পরিচয়পত্র বানাতে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন দুজন রোহিঙ্গা। ...

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...