ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৯:৪৬ এএম

কক্সবাজারের টেকনাফের আলীখালী পাহাড় থেকে দুদিন পর অপহৃত চার রোহিঙ্গা ফিরেছেন। এ জন্য তাদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় মুক্তিপণ দেওয়ার পর তাদের ক্যাম্পের পাশে ছেড়ে দেওয়া হয়। ফেরত আসা অপহৃত চারজন হলেনÑ হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২২/-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) জানান, সোমবার সন্ধ্যা দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকার মুক্তিপণ নিয়ে চার রোহিঙ্গাকে ছেড়ে দেয়। তাদের এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এপিবিএন পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় ক্যাম্পের পাশে অপহৃত জাহাঙ্গীর আলমকে হাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপহরণকারীরা তাদের ছেড়ে দেওয়ার পর ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা। তার দাবি, তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না। তবে তিনি বলেন, হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

পাঠকের মতামত

আফসানা জেসমিন পপি রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ...

ট্রান্সজেন্ডার প্রার্থী দিল লিবারেল ইসলামিক জোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গাজীপুর-৫ আসন থেকে একজন ট্রান্সজেন্ডারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ...

কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধে হাইকোর্টের হস্তক্ষেপ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে অবৈধভাবে অনুমোদনবিহীন জাহাজ চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ...

কক্সবাজারের হিমছড়িতে উদ্বোধন হতে যাচ্ছে চার তাঁরকা মানের  হোটেল বে হিলস্

মার্চ মাস স্বাধীনতার মাস। বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ। এই দেশে ...