প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৫ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
সীমান্ত লাগোয়া মিয়ানমারের শহরগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন এবং রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে ‘সম্ভাব্য’ অস্থিরতার যে কোনো ধরনের প্রভাব ঠেকাতে প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ওই আধা-সামরিক বাহিনীর ‘যথাযথ প্রস্তুতির’ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত খায়রুল বাশার। গতকাল বিকালে মানবজমিনকে তিনি বলেন, মিয়ানমার পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। ওই এলাকার বিওপিগুলোকে এলার্ট রাখা হয়েছে। প্রেট্রোলিং বাড়ানো হয়েছে। রাখাইনের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণে সীমান্তে যতখানি প্রস্তুতি থাকা দরকার আমরা তা নিয়ে রেখেছি।’ এদিকে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ক্রমবর্ধমান সমাবেশের কারণে ওই সব এলাকায় বিজিবি’র উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, সীমান্ত সংলগ্ন মংডু, বুথিডং ও রাথিডং-এ মিয়ানমার সৈন্য সমাবেশ বাড়িয়েছে। ফলে যে কোনো ধরনের অঘটন ঠেকাতে সীমান্ত বিজিবি ফোর্স বাড়ানো হয়েছে। ফিল্ডে দায়িত্বপালনকারী ওই কর্মকর্তা বলেন, সেনা উপস্থিতির কারণে রোহিঙ্গাদের দলে দলে সীমান্ত পার হওয়ার একটি আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে কি-না জানতে চাইলে তিনি জানান, দুয়েকটি বিছিন্ন ঘটনা ঘটলেও তাদের পুশব্যাক করে দেয়া হয়েছে। মিয়ানমার সৈন্য সমাবেশের বিষয়ে লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, ৫০০ সেনা সদস্যকে বিমানে করে সিত্তুয়ে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া আশেপাশের অঞ্চল থেকেও সেনা সদস্যদের সেখানে পাঠাচ্ছে মিয়ানমার। সীমান্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের ধরার জন্য সেনারা অপারেশন চালাচ্ছে। এবার রোহিঙ্গারা আদের টার্গেট নয় বলে দাবি ওই কর্মকর্তার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, সামপ্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে যে সৈন্য সমাবেশ ঘটিয়েছে সে বিষয়ে আগে থেকে বাংলাদেশকে কিছুই জানায়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো সীমান্তে সেনা সমাবেশের আগে প্রতিবেশী দেশকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য ইয়াংগুনস্থ বাংলাদেশ দূতাবাস সৈন্য সমাবেশ ঘটনার পরপরই ঢাকাকে বিস্তারিত অবহিত করেছে। পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট পাঠাচ্ছে মিয়ানমার মিশন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশের সতর্ক নজরদারি ও টহল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে কয়েকটি শহরে নতুন করে সেনা মোতায়েন করেছে মিয়ানমার। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, সেখানে কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে অতিরিক্ত কয়েক শ’ সেনা পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও অভিন্ন খবর দিয়েছে। রাখাইনে অবস্থানরত কয়েকজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তার প্রেক্ষাপটে মিয়ানমার মংডু ও বুথিডং সহ কয়েকটি শহরে নতুন করে পাঁচশো সেনা মোতায়েন করে। এতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারো সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সৈন্য সমাবেশের খবরে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পরিমিত রাখা। গত অক্টোবরে একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময়ে রোহিঙ্গা সমপ্রদায়ের ওপর দেশটির সেনা সদস্যরা হত্যাযজ্ঞ, ধর্ষণ বা নির্যাতন চালায় বলে বিস্তর অভিযোগ ওঠে। মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সমপ্রদায় রাখাইনের নারকীয় এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে। ওই আহ্বানের মধ্যেই ফের সেনা সমাবেশ ঘটালো মিয়ানমার। অক্টোবরের ওই সহিংসতা থেকে প্রাণে বাঁচতে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অস্থায়ী আশ্রয় নিয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্য দেশগুলোতেও কিছু রোহিঙ্গা আশ্রয় পেয়েছে। প্রায় ৩ দশক ধরে রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। এখানে আগে থেকে প্রায় ৩-৪ লাখ রোহিঙ্গা এবং মিয়ানমার নাগরিক রয়েছেন। রাখাইন পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, রাখাইনের ঘটনাগুলো মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও এ নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমপ্রদায় উদ্বেগ রয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশও উদ্বিগ্ন। কারণ রাখাইনে অস্থিরতা হলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়ে। বিশেষ করে সীমান্তে রোহিঙ্গাদের চাপ বাড়ে।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...