প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ৬:২০ পিএম

আবদুর রাজ্জাক,কক্সবাজার::

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হক(৫০) কে গ্রেফতার করেছে। ২৯ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আটক মৌলভী এনামুল হক শাপলাপুর ইউনিয়নের ষাটমারা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, ২৯ আগষ্ট সোমবার দুপুরে মহেশখালী থানার এস,আই বোরহানের নেতৃর্ত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা বাজারে অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী ও সাবেক শাপলাপুর ইউনিয়নের আমীর জামায়াত নেতা মৌলভী এনামুল হককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা মৌলভী এনামুল হক জামায়াতের সূরা সদস্য ও ভয়ংকর অস্ত্র পারদর্শি বলে জানান অভিযানের নেতৃর্ত্বদানকারী এস,আই বোরহান। তার বিরুদ্ধে মহেশখালী থানায় রাষ্ট্রদ্রোহী মামলাসহ(যাহার নং-৮ তাং-১২/১০/১৫ ইং) একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...