প্রকাশিত: ২০/০৬/২০১৬ ৮:২৭ এএম , আপডেট: ২০/০৬/২০১৬ ৭:৩০ পিএম

দৈনিক কক্সবাজার;;

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আওয়ামীলীগে যোগদান করছে এমন গুণজন শুনা যাচ্ছে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি কে ফুলের তুরা প্রদান করছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে গতকাল সারাদিন টক-অপদ্যা টাউনে পরিণত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জালিয়াপালং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও গত ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী দৈনিক কক্সবাজার কে বলেন, আওয়ামীলীগে যোগদানের প্রশ্নেই উঠে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামীলীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ফুলের তোড়া দিয়ে সৌজন্য স্বাক্ষাত করেছে বলে সত্যতা স্বীকার করেন।
খোজখরব নিয়ে জানা যায়, গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠান শেষে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল আমিন চৌধুরী উখিয়া সদরের দক্ষিণ পাশ্বের  একটি স্থানে সংসদ সদস্য আবদুর রহমান বদির সাথে মিলিত হন। পরে এক ইফতার মাহ্ফিল ও তিনি  অংশগ্রহণ করেন। এসময় উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর কিছুক্ষন পর সামাজিক গণযোগাযোগ ফেসবুকে চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী নিজ হাত দিয়ে সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ফুলের তোড়া দিচ্ছে এমন অন্তর অঙ্গ ছবি আপলোড করা হলে চার দিকে হৈ-চৈ পড়ে যায়। অনেকে বলছে মামলা মোকাদ্দমা ও ঝামেলা এড়ানোর জন্য কিংবা রাজনৈতিক হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির নেতা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ধীরে ধীরে আওয়ামীলীগের প্রতি ঝুঁকে পড়েছে। আর আওয়ামীলীগও চাচ্ছে এ বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরীকে আওয়ামীলীগে নিয়ে আসতে।

অনেকে মনে করছে নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী রাজনৈতিক কৌশলগত কারণে আওয়ামীলীগের সাথে আতাঁত করছে। এ প্রসঙ্গে নুরুল আমিন চৌধুরী বলেন, যেহেতু  চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির সাথে সম্পর্ক রাখতেই হবে।

সুত্র:দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...