সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২/০১/২০২৫ ৭:১৪ এএম , আপডেট: ১২/০১/২০২৫ ৭:৪০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজন করতে হবে। পুরাতন ব্যবস্থায় নির্বাচন হলে বাংলাদেশ থেকে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, ভোট ডাকাতি ও কালো টাকার প্রভাব ঠেকানো যাবে না। তিনি সরকারকে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা প্রণয়নের দাবি জানান। তিনি আরো বলেন, বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমাদেরকে পরাধীন করার চক্রান্তে মেতে উঠেছিল। তরুণ প্রজন্ম সেটা বুঝতে পেরে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে তারা বাংলাদেশ কে নতুনভাবে স্বাধীন করেছে। আমরা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। ধর্ম- বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে বৈষম্য নয়, আমরা চাই সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হোক।
১১ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় টেকনাফ বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।
টেকনাফ পৌরসভা সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ। আরো বক্তব্য রাখেন সাবেক টেকনাফ পৌর মেয়র জননেতা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, সাংগঠনিক সেক্রেটারি ইব্রাহিম, গিয়াস উদ্দিন নিজামী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুস সোবহান, শাহ মোহাম্মদ জুবায়ের, মোঃ হোসাইন, নাছির উদ্দিন, মোস্তাক আহমদ, জায়নত উল্লাহ, শহিদুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর আলম, বদিউল আলম , অ্যাডভোকেট আব্দুল আমীন ও ছাত্রনেতা তারেক রহমান।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...