প্রকাশিত: ০৯/০৫/২০১৭ ৭:৪৭ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

এই প্রত্যন্ত অঞ্চলে আলো জ¦ালাতে হলে এখান থেকে ছেলে/মেয়েদের উচ্চ শিক্ষিত হয়ে উঠতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশে বিভিন্ন স্থানে স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি সহ নানান সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। এছাড়াও সরকারের মহৎ পরিকল্পনায় একত্রে ২৬হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং লক্ষাধিক শিক্ষককে সরকারি করণ করে ইতিহাস সৃষ্টি করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ উপরোক্ত কথা গুলো বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, এই বিদ্যালয় থেকে সর্বপ্রথম ১জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ২০১৬সালের অনুষ্টিত সমাপনী পরিক্ষায়। পাশাপাশি অত্র বিদ্যালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে ক্রিকেট বল নিক্ষেপে ৩য় স্থান অধিকার করায় আমি তাদের গর্বিত পিতা-মাতাকে সাধুবাদ জানাচ্ছি। এবং যাদের কষ্টের বিনিময় তারা আজ এতোটুকু এগিয়ে গেছে বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তিনি অত্র বিদ্যালয়ে আগামী বছর থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করণের ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় উপস্থিত অতিথিদের আশ^স্থ করেন। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি খাইরুল বশর বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল কবিরকে এবং কৃতি শিক্ষার্থী নুর নাহারকে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করায় প্রতিমন্ত্রীর পক্ষকে আর্থিক অনুদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রীর একমাত্র নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বশর। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার জহির আহমদ, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হামিদুল হক, ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ হোসেন, তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন, কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উদ্দিন, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নুর আহমদ, আওয়ামীলীগ নেতা শাহজাহান, নুরুল আবছার চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ে সহকারি শিক্ষক যথাক্রমে সিরাজুল হক, শফিউল ইসলাম, শাহ জাহান, ফাতেমা, হামিদুল হক, দীলিপ বড়–য়া, উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবাশে^র প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমা আকতার পিংকি। অনুষ্ঠানে শেষে অতিথি’দের ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে দেশাত্ববোধক গান, নৃত্য পরিবেশন করা হয়।

পাঠকের মতামত

রামুতে যুবলীগ নেতা গ্রেফতার

২০১৮ সালের সংসদ নির্বাচনে রামুর চৌমুহনীস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ...

সীমান্তের তুমব্রু থেকে বিজিবির অভিযানে কোটি টাকার ক্রিস্টাল‌ মেথ আইস উদ্ধার

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ ...

সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে – র‍্যাব সিও

আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধ ভাবে কক্সবাজার ...