ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১০:১৩ এএম

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ডাক্তার গা-ঢাকা দিয়েছেন। নিহত আয়েশা বেগম (২৩) উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। জানা গেছে, আয়েশার সামান্য জ্বর এবং মাথাব্যথা শুরু হলে পরিবারের লোকজন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনের তথাকথিত ডাক্তার বিকে শীল হিরুর চেম্বারে নিয়ে যান। এ সময় তিনি রোগীকে একটি স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। অবস্থা দেখে তিনি চেম্বার থেকে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রোগীর আত্মীয়স্বজন আয়েশাকে উদ্ধার করে। এরপর তারা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়েশার স্বামী হেলাল উদ্দিন জানান, ডাক্তার আমাকে কিছু না জানিয়ে একটি স্যালাইন ও একটি ইনজেকশন পুশ করেন।

এর ২ ঘণ্টা পর তার স্ত্রী মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই রোগী ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, তথাকথিত ডাক্তার হিরু দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে ভুল চিকিৎসা দিয়ে আসছে। এর আগেও তার চেম্বারে এসে অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়া – টেকনাফ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী

উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে ...

উখিয়ায় রোহিঙ্গা-স্থানীয়দের পানি সমস্যা সমাধানে নতুন নেটওয়ার্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শিবির ও পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নির্মিত তিনটি যৌথ পাইপভিত্তিক পানি ...

ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল ফেলিক্স মাইকেল ...

উখিয়া-টেকনাফে শাহজাহান চৌধুরীর মনোনয়নে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চারবারের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির ...