প্রকাশিত: ২১/১১/২০১৭ ১০:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর পিলার এলাকায় মিয়ানমারের সেনা দল কর্তৃক পূঁেত রাখা স্থলমাইনে আহত হাতিটি অবশেষে মারা গেছে। গতকাল ২০ নভেম্বর সকাল ৮ টায় হাতিটি উপজেলার সদর ইউনিয়নের বাম হাতিছড়া চিকনঝিরি মূখ এলাকা হাতিটি মারা যায়। পাশাপাশি মৃত হাতিটি মাটিতে পূতা হয় একই দিন।
নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জা মোবারক হোসেন জানান,বিগত ২ মাস আগে হাতিটি মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি দিতে গিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর পিলার এলাকায় মাইন বি®েফারণে আহত হয়। পরে গতকাল মারা যায়। তার অফিসের লোকজন গিয়ে প্রাণী সম্পদ অফিসের ডাক্তার দিয়ে পরীক্ষার পরে মাটিতে পূতে ফেলা হয়। এর আগেও মাইন বিষ্ফোরণে আরো বেশ কয়েকটি হাতি মারা যায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়।

পাঠকের মতামত

রামুতে ইয়াবাসহ আটক ২

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ...