উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২২ ১:১১ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ফুলতলীর সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. বেলাল (৩২)। তিনি কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যায় বেলাল ও তার কয়েকজন সহকারী। এ সময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত চীনা কর্মকর্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...