উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:১৪ এএম

ঢাকায় অপহৃত এক কলেজছাত্রীকে কক্সবাজারের কলাতলী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে অপহরণকারীকে।

সোমবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক আরাফাত হোসেন রুবাইয়ের বাড়ি গাজীপুরের টঙ্গীতে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মার্চ ঢাকার মিরপুর-১২ থেকে অপহৃত হয় ঢাকা বিএন কলেজ থেকে সদ্য পাস করা এক ছাত্রী। এ ঘটনায় ২৩ মার্চ তার বাবা নয়ন শেখ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, রুবাই নামের এক যুবক তার মেয়ের নম্বর সংগ্রহ করে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বিষয়টি রুবাইয়ের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে যায়। এর জেরে ২১ মার্চ দুপুরে ওই ছাত্রীকে অপরহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোন থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে রুবাইকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবাই অপহরণের কথা স্বীকার করেছে। কলেজছাত্রী ও অপহরণকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ মার্চ রাতে ঢাকায় অপহৃত অন্য এক স্কুলছাত্রীকে কলাতলী এলাকা থেকে উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

পাঠকের মতামত

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...