প্রকাশিত: ০৯/০১/২০১৮ ১:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৭ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

উখিয়া নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও কঠোর হতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মতো মাদকদ্রব্যও সমাজ এবং দেশের শত্রু। মাদক সমাজকে ধ্বংস করছে। এগুলো কোথা থেকে আসছে, কারা এর ব্যবসা করছে তাদের খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে পুলিশবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে এ কাজে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। তবে আমরা এদেশে তা দমন ও নিয়ন্ত্রণ করতে পেরেছি, এজন্য পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে সম্মিলিত ও পরিকল্পিতভাবে তথ্য আদান প্রদানের মাধ্যমে কাজ করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক কাজ করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পায়। তবে তথ্য পেয়েই একা কাজ করা যায় না। তথ্য আদান-প্রদান করে কাজ করলে ক্ষয়ক্ষতি কম হয়। তাই কোনো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্টদের জানানো উচিত।

গুলশান হামলার উদাহারণ টেনে তিনি বলেন, ওইদিন রোজার সময় ছিল। ভোরে সবাইকে নিয়ে আমরা বৈঠক করেছিলাম। পরে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে পরিকল্পিতভাবে সফলতার সঙ্গে ওই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছিল।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, পুলিশ সদস্য যেভাবে নিয়োগ করা হয়, সেভাবে অফিসারও নিয়োগ করা হবে। না হলে লিডারশিপ আসবে কোথা থেকে। পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণকে সহায়তা করতে হবে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনও রাজনৈতিক দল কর্মসূচির মাধ্যমে মানুষ পুড়িয়ে মারতে পারে না। মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের রাজনীতি, তা আমি জানি না। আমি ৫০ বছর ধরে রাজনীতি করি। এই রাজনীতি কখনও গ্রহণযোগ্য না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সারাদেশে জ্বালাও-পোড়াওয়ের যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তা থেকে উত্তরণ কঠিন ছিল। কিন্তু পুলিশ সেই কাজটি দক্ষতার সঙ্গে করতে পেরেছে। যারা মানুষ পোড়ার রাজনীতি করে তারা যেন কোনো রকম জান মালের ক্ষতি না করতে পারে তার জন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকতে হবে।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...