প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৩:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফ উপজেলা পরিষদের পাশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের জঙ্গি সংগঠন আল ইয়াকিনের একাংশের প্রধান আবদুল হাকিমের দেহরক্ষী আবদুল আফসারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলিভর্তি পিস্তলের ম্যাগাজিন, ৫টি ওয়ান শুটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন জানান, রোহিঙ্গা সন্ত্রাসী আবদুল হাকিমের দেহরক্ষী নুরুল আফসারকে আটক করে টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা সন্ত্রাসী হাকিমকে গ্রেফতারে অভিযান চালানো হবে।

আবদুল হাকিম সীমান্তের নতুন রোহিঙ্গা সংগঠন আল ইয়াকিন টু এর প্রধান। সে মিয়ানমার ও বাংলাদেশে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। হাকিমকে ধরতে দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডাকাত হাকিম

মিয়ানমারের রাখাইনে গত অক্টোবরে হামলা চালিয়ে ৯ পুলিশ হত্যার দায় স্বীকার করেছে হারাকা আল-ইয়াকিন নামের একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী। ২০১২ সালে মিয়ানমারের জাতিগত দাঙ্গার পর হারাকা আল ইয়াকিন নামের গ্রুপটি গড়ে ওঠে। সে সময়ের সহিংসতায় শতাধিক ব্যক্তি নিহত হয়। বাস্তুচ্যুত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ, যাদের বেশির ভাগই রোহিঙ্গা।

হারাকা আল-ইয়াকিন গোপনে রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রামে দুই বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে। হারাকা নেতা আতা উল্লাহ, যাকে গ্রুপটির নয়টি ভিডিওতে দেখা গেছে তার জন্ম করাচিতে। তিনি বর্তমানে সৌদি আরবের মক্কায় রয়েছেন। তার বাবা একজন অভিবাসী রোহিঙ্গা মুসলিম। আতা উল্লাহ পাকিস্তান বা অন্য কোথাও গিয়ে আধুনিক গেরিলাযুদ্ধের ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছে আইসিজি। হারাকা গ্রুপের জ্যেষ্ঠ ২০ সদস্যের একটি কমিটি দেশের বাইরে থেকে গ্রুপটির কর্মকাণ্ড তদারকি করে থাকে।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...