প্রকাশিত: ১১/০৭/২০১৭ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ পিএম

নিউজ ডেস্ক::
টেকনাফের পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ে উপজাতীয় চাকমা মেয়ের সাথে প্রেমের সম্পর্কের অজুহাতে এক ব্যক্তি গত এক সপ্তাহ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১০জুলাই দুপুরে টেকনাফ হোয়াইক্যং লাতুরী খোলার নিখোঁজ নজির আহমদের পিতা আবু তাহের বাদী হয়ে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি/আর মামলার আবেদন করেন। অভিযোগে বলা হয় দীর্ঘদিন পূর্বে তিমং চাকমার মেয়ে সুইঅং চাকমার সাথে নজির আহমদের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরধরে গত ৫জুলাই সকাল সাড়ে ১১টারদিকে গৃহপালিত গরুকে ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ের দিকে গেলে স্থানীয় মৃত কানু চাকমার পুত্র তিমং চাকমা (৫০), তিমং চাকমার পুত্র চিমং চাকমা (১৮),মনি অং চাকমার পুত্র পলাশ চাকমা (৪৫),থোইন চালা চাকমার পুত্র চমং চাকমা (২৫), থাইচলা চাকমার পুত্র লাতুরি চাকমা(৩৫),অংক্যাচিং চাকমার পুত্র চাচিং চাকমা (৩৬),চানু মং চাকমার পুত্র পোছাথাইং চাকমা (২৮),চোয়াইং চাকমার পুত্র বিমল চাকমা(৩৫),ভেইংগা চাকমার পুত্র মংমা চিং চাকমা(৫০)সহ ১০/১৫জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে লাতুরী খোলার তোফাইল আহম্মদের স্ত্রী শাহানা আক্তার শাহানু ও রশিদ আহমদের স্ত্রী জুহুরা বেগমের সামনে মারধর করে জঙ্গলের দিকে নিয়ে যায়। তা অপহরণের শিকার নজির আহমদের পরিবার জানতে পেরে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে উল্টো হুমকি-ধমকি দেয়। পরদিন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে পারিয়ে যাওয়ায় যোগাযোগে ব্যর্থ হয়। এমতাবস্থায় পিতা আবু তাহের নিখোঁজ ছেলেকে অপহরণের পর লাশ গুমের আশংকায় রয়েছে। ঘটনার খবর পেয়ে এএসপি (উখিয়া সার্কেল)চাইল্যা মারমা,টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান হোয়াইক্যং পরিদর্শন করেন নিখোঁজ যুবককে উদ্ধারে বিশেষ বৈঠক করেন। এখনো নিখোঁজ নজির আহমদকে উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ নজির আহমদের পরিবার তাকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে। অভিযুক্তরা সাড়া না দেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

পাঠকের মতামত

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাইক্ষ্যংছড়িতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের ...

মিয়ানমারে অস্ত্র ফেলে বিরোধীদের আলোচনায় বসতে অনুরোধ জান্তার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র ...