ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০২/২০২৩ ৭:৪৯ পিএম

এবারের এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাশ করে অনন্য নজির স্থাপন করেছেন। তাদের সেই ফলাফল নিয়ে নিজ নিজ পরিবার ও এলাকায় বইছে খুশির জোয়ার। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, পানছড়িতে মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন মা রাবিয়া আক্তার। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ- ৪ পেয়ে পাশ করেছেন।

অপরদিকে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করেছের আরেক মা মানেকপুতি চাকমা। তার ছেলে সুমেন চাকমাও একই সঙ্গে এইচএসসি পাশ করেছে। মানিকপুতি চাকমা দিঘীনালা কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭ আর ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাশ করেছেন।

রাবিয়া আক্তার ৩নম্বর পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের মো. ইকবাল হোসেনের সহধর্মিণী এবং ইসরাত জাহান তাদের মেয়ে। অপরদিকে মানেকপুতি চাকমা পানছড়ি উপজেলার ২নম্বর চেংগী ইউপির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার সহধর্মিণী এবং সুমেন চাকমা তাদের ছেলে।

মা রাবেয়া আক্তার জানান, তিনি পাড়া কেন্দ্রে শিক্ষতকার পাশাপাশি টিউশনি করান। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ব্যাপারে আশাবাদী। মেয়ের ফলাফলেও মা-বাবা দু’জনেই খুশি।

উত্তীর্ণ ছেলে সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে দ্বিগুণ উৎসাহিত করে। মা সামনে ডিগ্রী অর্জন করবে এটাই তার প্রত্যাশা।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...