চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. ফজলুর রহমান (৫৫) নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার সকালে উপজেলার নাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, চট্টগ্রাম পিটিআইর (প্রাইমারি টিচার ট্রেইনিং ইন্সটিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং মাইক্রোবাসের চালক আলী হোসেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ফজলুল রহমানসহ চারজন মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন।পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সবাই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জহির জানান, সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা ফজলুল রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।ফজলুর রহমানের বাড়ি ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোড এলাকায়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য।ফজলুর রহমান যুগ্ম সচিব ছিলেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ’র মহাপরিচালক পদে যোগদান করেন।এছাড়া ফজলুর রহমান উপজেলা ম্যাজিস্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত