প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সী–ইন পয়েন্টস্থ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মাণের অভিযোগে ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বালিয়াড়ি দখল করে লাখ লাখ টাকার বিনিময়ে এসব দোকান রাতের আঁধারে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে এই অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কয়েকদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৈকতের সী–ইন পয়েন্টের বালিয়াড়িতে জালাল আহম্মদের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে দোকান নির্মাণ করে যাচ্ছে। প্রশাসনের অনুমতি না নিয়ে এসব দোকান নির্মাণ করা হয়েছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দখলদার জালাল আহমদকে অনেক খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযানের সময় তিনি পালিয়ে যান।
জানা গেছে, জালাল আহম্মদ ও মো. ফরিদ নামে দু’ব্যক্তি অবৈধভাবে এসব দোকান নির্মাণ করেছেন। তারা প্রতি দোকানদারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে এসব দোকান নির্মাণের কন্ট্রাক্ট নিয়েছেন। এছাড়া প্রতিটি দোকান এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে একটি চক্র কিনে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের এমন উচ্ছেদে এসব দখলদারদের দখলবাজি ভন্ডুল হয়ে যায়।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ...

দেশ দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে- শাহ জাহান চৌধুরী

টেকনাফের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, দেশ দখল দারদের ...

অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পটে ট্রাফিক জ্যাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সে কারণে দূরপাল্লার যাত্রীদের দূর্দশা এখন ...