প্রকাশিত: ২১/০২/২০১৭ ১০:৪৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী ও সুগন্ধা পয়েন্টে সোমবার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার সৈকতের নাজিরারটেক থেকে উচ্ছেদ করা হয় ৫৭টি অবৈধ স্থাপনা।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

একই সময় পৃথক অভিযানে শহরের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের রাস্তার উভয় পাশে গড়ে ওঠা ৬৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সোবহান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম।

আবদুস সোবহান বলেন, শহরের কলাতলী মোড়, সুগন্ধা ও লাবণী পয়েন্ট দিয়ে পর্যটকেরা সৈকতে নামেন। কিন্তু ওই তিনটি পয়েন্টে সড়কের উভয় পাশ দখল করে তৈরি করা হয়েছে অবৈধ দোকানপাট। এতে পর্যটকদের হাঁটার জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

অপরদিকে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতের শফিরবিল এলাকা থেকে রেজুখাল সেতু পর্যন্ত ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অন্যান্য অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস। তিনি বলেন, ইনানী থেকে নাজিরারটেক পর্যন্ত সৈকতে হাজারো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আগামী এক মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...