প্রকাশিত: ২১/০২/২০১৭ ১০:৪৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী ও সুগন্ধা পয়েন্টে সোমবার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার সৈকতের নাজিরারটেক থেকে উচ্ছেদ করা হয় ৫৭টি অবৈধ স্থাপনা।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

একই সময় পৃথক অভিযানে শহরের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের রাস্তার উভয় পাশে গড়ে ওঠা ৬৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সোবহান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম।

আবদুস সোবহান বলেন, শহরের কলাতলী মোড়, সুগন্ধা ও লাবণী পয়েন্ট দিয়ে পর্যটকেরা সৈকতে নামেন। কিন্তু ওই তিনটি পয়েন্টে সড়কের উভয় পাশ দখল করে তৈরি করা হয়েছে অবৈধ দোকানপাট। এতে পর্যটকদের হাঁটার জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

অপরদিকে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতের শফিরবিল এলাকা থেকে রেজুখাল সেতু পর্যন্ত ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অন্যান্য অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস। তিনি বলেন, ইনানী থেকে নাজিরারটেক পর্যন্ত সৈকতে হাজারো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আগামী এক মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...