প্রকাশিত: ০৮/১০/২০২১ ৮:০২ এএম


কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, ৭ জন তরুণ ও ৫ জন তরুণী। যারা প্রত্যেকে অসামাজিক কাজে লিপ্ত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের ভিত্তিতে এসব কটেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জন তরুণ ও ৫ জন তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...