প্রকাশিত: ২২/০৬/২০১৬ ৮:০৫ এএম

babulনিউজ ডেস্ক::

নগরের বাকলিয়া থানার একটি হত্যা মামলায় গ্রেফতার জেমএবি সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফুয়াদকে হাজির করার পর মহানগর হাকিম আবদুল কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৫ সালের ২৫ মে বাকলিয়া থানাধীন কর্ণফুলী নদীর সৎসঙ্গ আশ্রম ঘাটে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হয় বাকলিয়া থানায়। ওই মামলায় ফুয়াদকে গ্রেফতার দেখানো হয়। পিবিআই এ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করতে ফুয়াদকে পাঁচদিনের হেফাজতে নেয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, বাকলিয়া থানার একটি হত্যা মামলায় জেএমবি সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
কর্ণফুলী নদীর সৎসঙ্গ আশ্রম ঘাটে অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনায় জেএমবি নেতা বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ ওরফে আপেল ওরফে মেহেদী ওরফে রকিকে গ্রেফতার দেখিয়ে ১৪ জুন ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. এহেতাশামুল ইসলাম। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
নগর ডিবি সূত্র জানিয়েছে, সৎসঙ্গ আশ্রম ঘাটে অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনার ক্লু বের করতে ফুয়াদকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হলেও তার কাছ থেকে আলোচিত এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কারাগার থেকে নগর ডিবির হাতে আসা ফুয়াদের ‘লেখা’ এসপি বাবুল আকতারসহ আরও কিছু পুলিশকর্তাকে হত্যার নির্দেশ সংক্রান্ত চিরকুটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন’ এ বিষয়ে তার কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি।

পাঠকের মতামত

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...