ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৫ ৯:২৩ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা নাগাদ চালানো এ অভিযানে তিনটি ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে ও কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়, নেওয়া হয়নি আইনি কোনো ব্যবস্থা। অথচ এসব ইটভাটা কোনটিরই বৈধ কোন কাগজপত্র ছিলনা।

পরে তিনটি ইটভাটা ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেয়া হয়েছে দাবি করে অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। তবে কীভাবে বন্ধ করা হয়েছে তার কোন উত্তর না দিয়ে তারা তড়িঘড়ি করে অভিযানস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা বলছেন, কোনো অদৃশ্য বোঝাপোড়ায় পরিবেশ উপদেষ্টাকে দেখাতে লোকদেখানো এ অভিযান চালানো হয়েছে।

পদুয়া ইউনিয়নের সেভেন বিএম, চরম্বা এলাকায় এমবিএম ও এনবিকে নামে তিনটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। লোহাগাড়া উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঈনুদ্দিন ফয়সাল, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

KSRM
KSRM

এদিকে অভিযানের সময়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাশ কাটিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে নিজেদের ইচ্ছেমতো পানি ছিঁটাতে। সিভয়েস২৪’এর কাছে এমন একটি ভিডিও সংরক্ষিত আছে, যেখানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের চুল্লিতে পানি না ছিটিয়ে অন্যস্থানে পানি ছিঁটানোর নির্দেশনা দিচ্ছেন।

এ বিষয়ে অভিযানস্থলে প্রশ্ন করলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঈনুদ্দিন ফয়সাল কোনো উত্তর না দিয়ে অন্যদিকে সরে যান।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ফারিস্তা করিম অভিযান পরিচালনা করে ক্লান্ত হওয়ার অযুহাত দেখিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। সুত্র: সিভয়েস

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা আবরার গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) ...