প্রকাশিত: ১৬/১০/২০১৬ ৯:৪৫ পিএম , আপডেট: ১৬/১০/২০১৬ ৯:৫৩ পিএম

14591760_1809286452687856_2034297008635524446_nউখিয়া নিউজ ডটকম::

উখিয়ার যন্ত্রদানব খ্যাত টমটমের ধাক্কায় এক বয়োবৃদ্ধা নিহত হয়েছে।  রবিবার বেলা ১২টার দিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের মাথায় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহত বয়োবৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। রাজাপালং ইউনিয়নের তুতুরবিল বাঘঘোনা গ্রামের হতদরিদ্র আবু ছৈয়দের স্ত্রী জরিনা খাতুন (৩৫)   রবিবার ১০ টার দিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের মাথায় পৌছঁলে কোটবাজার থেকে আসা একটি টমটম গাড়ী বয়োবৃদ্ধা ধাক্কা দিলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। এমতাবস্থায় তাকে এমএসএফ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে বয়োবৃদ্ধা জরিনা খাতুন মারা যায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...