ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ৩:১৭ পিএম

কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে কৌশলে তৈরি একটি ‘চেম্বার’। যেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয় ইয়াবা। মূলত ওই চেম্বারের মাধ্যমেই পাচার করা হতো ইয়াবাসহ বিভিন্ন মাদক। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে সন্দেহজনকভাবে তল্লাশি চালালে মেলে সুরক্ষিত এমন চেম্বারের সন্ধান। কাভার্ডভ্যানের ওই চেম্বারে পাওয়া যায় সাড়ে ৬৫ হাজার পিস ইয়াবা।

সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজা এলাকায় এসব ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি কাভার্ডভ্যানের চালকসহ দুইজনকে গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— কাভার্ডভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।

নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, গ্রেপ্তার দুইজন কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পাচার করতো। ওই কাভার্ডভ্যানটিতে কোনো ধরনের মালামাল ছিল না। তাই সন্দেহজনকভাবে তল্লাশি চালালে কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে তৈরি সুরক্ষিত একটি ‘চেম্বারের’ দেখা মেলে। মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভেতরে এই চেম্বার তৈরি করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...