উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৯:৫৭ এএম

উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের চৌরাস্তা পশ্চিম ডিগলিয়ায় সাবেকুন নাহার ময়ুরী (২০) নামে এক গৃহবধু বিষপানে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বামীর বাড়িতে বিষপানের ঘটনা ঘটে।

ময়ুরী বিষপান করার সাথে সাথে তার স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ী মোর্শেদা বেগম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসসপাতালে প্রেরণ করেন। সেখানে এক দিন চিকিৎসার পর অবস্থা অবনতি হলে ময়ুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাবেকুন নাহার ময়ুরী মারা যান।

নিহত সাবেকুন নাহার ময়ুরী আরিফুল ইসললামের স্ত্রী।

আরিফুল ইসলামের পিতা খোরশেদ আলম বলেন, ছেলে আরিফুল ইসলাম তার বন্ধুর বিয়েতে যেতে চাইলে তার স্ত্রী ময়ুরী বিয়েতে না যাওয়ার জন্য বারণ করেন। এতে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিমানি ময়ুরী হঠাৎ বিষপান করে বসে। চিৎকার চেঁচামেচি শুরু হয়। হাসপাতালে নিয়ে গিয়ে সার্বক্ষণিক আরিফ ও তার মা পাশে ছিলেন। অতিরিক্ত বিষপানে শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলাম না।

এদিকে নিহত সাবেকুন নাহার ময়ুরীর নানা আলী আহমদ এ ব্যাপারে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান, খোরশেদ আলম। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবেকুন নাহার ময়ুরীর সুরতহাল ও ময়না তদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...