উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৯:৫৭ এএম

উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের চৌরাস্তা পশ্চিম ডিগলিয়ায় সাবেকুন নাহার ময়ুরী (২০) নামে এক গৃহবধু বিষপানে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বামীর বাড়িতে বিষপানের ঘটনা ঘটে।

ময়ুরী বিষপান করার সাথে সাথে তার স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ী মোর্শেদা বেগম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসসপাতালে প্রেরণ করেন। সেখানে এক দিন চিকিৎসার পর অবস্থা অবনতি হলে ময়ুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাবেকুন নাহার ময়ুরী মারা যান।

নিহত সাবেকুন নাহার ময়ুরী আরিফুল ইসললামের স্ত্রী।

আরিফুল ইসলামের পিতা খোরশেদ আলম বলেন, ছেলে আরিফুল ইসলাম তার বন্ধুর বিয়েতে যেতে চাইলে তার স্ত্রী ময়ুরী বিয়েতে না যাওয়ার জন্য বারণ করেন। এতে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিমানি ময়ুরী হঠাৎ বিষপান করে বসে। চিৎকার চেঁচামেচি শুরু হয়। হাসপাতালে নিয়ে গিয়ে সার্বক্ষণিক আরিফ ও তার মা পাশে ছিলেন। অতিরিক্ত বিষপানে শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলাম না।

এদিকে নিহত সাবেকুন নাহার ময়ুরীর নানা আলী আহমদ এ ব্যাপারে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান, খোরশেদ আলম। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবেকুন নাহার ময়ুরীর সুরতহাল ও ময়না তদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...