উখিয়া মনখালীতে প্রতিনিয়ত চলছে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড় কাটা তান্ডব। এতে এই পাহাড় কাটা তান্ডবে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় মনখালীর গ্রামের মৃত রামমত শরীফের ছেলে বাহাদুর। তিনি বন বিভাগকে ক্ষমতা ও অস্ত্রের ভয় দেখিয়ে তার এই পাহাড় কাটা তান্ডব চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন বন বিভাগ ও স্থানীয় লোকজন। এমন কী ভুমিদস্যু বাহারদুর পাহাড় কেটে মাঠি ট্রাকে তুলা ও রাস্তা তৈরি করার জন্য তিনি মনখালীর বাঘ গুনা জামে মজজিদের পাশে অবস্থিত কবর স্থানের সুরক্ষার জন্য গড়ে তোলা সীমানা দেওয়াল দিন দুপুরে তার একদল লালিত সন্ত্রাসীদের নিয়ে ভেঙ্গে ফেলে। এবং কবর স্থানের দেওয়াল ভেঙ্গে তিনি রাস্তা তৈরি করে তার পূর্ব পাশে ক্ষমতার দাপটে চালিয়ে যাচ্ছেন পাহাড় কাটা তান্ডব। পবিএ কবর স্থানের দেওয়াল ভাঙ্গাতে স্থানীয় লোকজন বাহাদুরের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং তার শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে স্থানীয় লোকজন বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেনা কারন তার লালিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রকে ভয় পাচ্ছে স্থানীয় জনগন। অন্য দিকে তিনি আইনের কোনো তুয়াক্কা না করে প্রকাশ্যে কেটে যাচ্ছেন পরিবেশের ভারসাম্যকারী সরকারী পাহাড়। অনুসন্ধানে জানা যায় ভুমিদস্যু বাহারদুর একজন তালিকা ভুক্ত মানব পাচারকারী। থাইল্যান্ডে গণ কবরের সন্ধানের পর তিনি দীর্ঘ সময় আত্নগোপনে ছিলেন বলে এলাকাবাসী সূএে জানা গেছে। বাহাদুর কবর স্থানের দেওয়াল ভাঙ্গার ব্যাপারে বাঘগুনা মজজিদের সভাপতি বলেন বাহারদুর আমাদের কাউকে তুয়াক্কা না করে কবরস্থানের দেওয়াল ভেঙ্গে রাস্তা তৈরি করেছেন। অথচ আমাদের কবর স্থানটি সরকারি বন বিভাগের জায়গার উপর। অন্য দিকে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনখালীর সন্তান মাষ্টার জাহেদুল ইসলাম বলেন পাহাড় কেটে মাঠি সরবরাহ করার জন্য বাহারদুর অত্যান্ত অমানবিক ভাবে কবরস্থানের দেওয়াল ভেঙ্গে রাস্তা তৈরি করেছে। করবস্থানের দেওয়াল ভাঙ্গার ফলে বর্ষায় অনেক কবর ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারন রাস্তার চেয়ে আমাদের কবরস্থানটি একটু উপরে। আর বাহাদুরের বেআইনি ভাবে পাহাড় কাটার ব্যাপারে স্থানীয় মনখালীর বিট কর্মকর্তা ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাহাদুর পাহাড়কাটা ঘটনাটি নিশ্চিত করে বলেন অতি শ্রীঘ্রই বাহাদুরের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য দিকে এব্যাপারে বাহাদুর কোনো কথা বলতে রাজি হয়নি।।
কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চারজন শিশু নিহত হয়েছে। প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী ...
পাঠকের মতামত