উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১১/২০২২ ২:৩৬ পিএম

র‍্যাব ১৫ এর সদস্যরা কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব ১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পরিচালনা করে কক্সবাজার জেলার সদর উপজেলার কলাতলী থেকে ডাকাত চক্রের উক্ত তিন সদস্যকে আটক করে।
আটককৃত আসামিরা হলেন মোহাম্মদ শফির বিল এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ তৈয়ব(৩৬),একই এলাকার কাদের হোসেনের পুত্র মোহাম্মদ আমিন প্রকশ বার্মাইয়া আমিন (৩৮),চোয়াংখালী এলাকার বদি আলমের পুত্র মোজাম্মেল (৩০)।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মোহাম্মদ তৈয়ব, বামার্ইয়া আমিন ও মোজাম্মেলের নেতৃত্বে একটি সিন্ডিকেট এলাকায় বিভিন্ন অপকর্ম, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, জবরদখল করে আসছিল।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ তৈয়ব আমিন প্রকাশ বার্মাইয়া আমিন, মোজাম্মেল হক গনের বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানার *মামলা নং-৩০ তারিখঃ ০৮/১১/২০২২, জিআর নং-১৩৯২, ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৫/৩৯৭/৩৪ ধারা মোতাবেক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে র‍্যাবপ্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...