প্রকাশিত: ০২/০৯/২০১৭ ৩:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীসহ আরো অনেকে। আজ (২ সেপ্টেম্বর) সারাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা দিয়েছেন কুরবানি। এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কাশিমপুরের ৪টি কারাগারেই ঈদ উপেলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালে পায়েশ-মুড়ি ছাড়াও দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত এবং রাতে পোলাও-মাংস, সালাদ, মিস্টি, পান-সুপারী, কোল্ড ড্রিংস ইত্যাদি খাবারের আয়োজন করা হয়েছে।

লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীরা ঈদুল আযহার দিন সকালে পায়েশ-মুড়ি দিয়ে নাস্তা করেছেন। ২ নম্বর কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ দুই হাজারের অধিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সেখানে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি আমানুর রহমান রানাসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, সেখানে বন্দিদের জন্য ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সেখানে বন্দিদের জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের এক হাজার সাতশ জনের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয়শ’র আসামি ৬০০ জন।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, সেখানকার কারাগারেও ঈদের একটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওই কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

পাঠকের মতামত

আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে এসেছে তা সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ...

কর্তৃপক্ষের একেক দিন একেক মন্তব্যে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারছে না!

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে নজিরবিহীন লুটপাটে নাজুক অবস্থার সৃষ্টি হয় বেশ কয়েকটি ব্যাংকে। যা তখনকার ...

রোহিঙ্গাদের প্রকল্পে খরচ বাড়ল ৪০০ কোটি টাকা, ভবিষ্যতে অনুদান পাওয়া নিয়ে সংশয়

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের প্রকল্পে খরচ বাড়ল আরও প্রায় ৪০০ কোটি টাকা। তবে ভবিষ্যতে উন্নয়ন সহযোগীদের ...