কক্সবাজারের নির্ধারিত জায়গায় হচ্ছে না ফিফার টেকনিক্যাল সেন্টার
ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারে যে জায়গা নির্ধারণ করেছিল সেই জায়গা পাচ্ছে না ...
প্রেস মিটে প্রশ্ন উঠল ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পরও কি দলের সে মানসিকতা আছে? মনে কি সেই জোর আছে, যা দিয়ে কিউইদের ঘায়েল করার শক্তি আসবে? দলের মানসিক অবস্থা এখন কেমন ?
তাসকিন উত্তর দিলেন। তার আশা ছড়ানো উত্তর, আমার মনে হয় আমাদের মানসিক অবস্থা ভালোই আছে।
আমরা মনোবল হারাইনি। হতাশ ও হতোদ্যমও হয়নি। কেন হবো? আসলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হারাকে যতটা নেতিবাচক চোখে দেখা হচ্ছে বিষয়টা তেমন না দেখাই যুক্তিযুক্ত।
তিনি বলেন, নিউজিল্যান্ড এমন এক দেশ, যেখানে খেলতে এসে অনেক বড় বড় দলের ঘাম ছুটে যায়। এ কন্ডিশনে কিউইদের সাথে অনেক দলই খাবি খায়। উপমহাদেশের দলগুলো রিতিমতো পর্যদুস্ত হয়।
পাঠকের মতামত