
সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গুরুত্বর অসুস্থ শাশুড় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে দেখতে গেলেন উখিয়া টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ করেই বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা থেকে চট্রগ্রামের ম্যাক্স হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি আইসিইউতে রাখা হামিদুল হক চৌধুরীর পাশে দীর্ঘ সময় অতিবাহিত করেন। পাশাপাশি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর অসুস্থতার ব্যাপারে খোঁজখবর সহ ডাক্তারদের সাথে আলাপ করেন। পরে ডাক্তারদের পরামর্শ ক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিয়ে যাওয়ার সিন্ধান্ত নেওয়া হয়। এ সময় এমপি বদি সবার কাছে হামিদুল হক চৌধুরীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এছাড়াও অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে দেখতে চট্রগ্রামের ম্যাক্স হাসপাতালে ছুটে যান কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,তৌহিদুল আলম তৌহিদ, নুরুল আবছার,মোহাম্মদ ঈছহাক, মুফিজ কন্টাক্টার, আবদুল হক মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেন।
সম্পাদনায়/ ওবাইদুল হক চৌধুরী/ ২৯-০৬-২০১৭ / ৪.৫৫ মিনিট
পাঠকের মতামত