প্রকাশিত: ২৮/১১/২০২০ ৫:০৪ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ২ দিনের সফরে কক্সবাজারে এসেছেন৷

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে
আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কক্সবাজার অান্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-২ ও ৩ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ তাঁকে স্বাগত জানান।

বিশ্বস্থ সুত্রে জানা গেছে, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কক্সবাজার থেকে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে দলীয় নেতাকর্মী সহ সমুদ্রপথে স্পীডবোড যোগে কুতুববদিয়া রওয়ানা দেওয়ার কথা রয়েছে।

তিনি কুতুবদিয়ায় হজরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রহ:) ও তাঁর সহধর্মিণী মরহুমা ফাতেমা বেমগের কবর জেয়ারত, মাজার পরিচালনা কর্তৃপক্ষ এবং স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা যায়৷

সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শনিবার কুতুবদিয়ায় রাত্রিযাপন শেষে রবিবার সকালে কুতুবদিয়া থেকে ফিরে এসে কক্সবাজার- এবং ঢাকার উদ্দ্যেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানাগেছে।

পাঠকের মতামত

টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী’র কারাবন্দি স্ত্রী ফেসবুকে ভাইরাল!

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের চেহেরার সাথে মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কক্সবাজারের এক ...

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...