প্রকাশিত: ১৯/০৫/২০২০ ১:১৮ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই জনগণকে রক্ষায় ১৮ মে থেকো দোকানপাট, শপিং মল বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

দোকান মালিক সমিতিসহ ব্যবসায়ী সংগঠনগুলো প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করেছে।

এরপরও প্রশাসনের আদেশ অমান্য করে কক্সবাজার শহরের অধিকাংশ দোকানদারেরা ভোর সকাল থেকে দোকান খুলে ব্যবসা-বাণিজ্য শুরু করে।

এসব দোকানকে কেন্দ্র করে বাড়তে থাকে ক্রেতা সমাগম।

তবে, ক্রেতাদের সিংহভাগই নিম্নবিত্ত পরিবারের নারী ও শিশু।

এদিকে, প্রশাসনের নির্দেশনা অমান্যকারী দোকানদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি ও সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি দোকানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

শহরের এন্ডারসন রোড সংলগ্ন কবির হকার মার্কেটের মিমো ফ্যাশন ও সাজিদা ফ্যাশনের প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তবে, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট দেখে অধিকাংশ দোকানদারেরা তাদের দোকান খোলা রেখে পালিয়ে যায়।

যে কারণে অন্যান্য দোকানদারদের জরিমানা করা সম্ভব হয়নি।

অবশ্যই জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম চলে যাওয়ার পরে দোকানদাররা গিয়ে দ্রুত দোকান ও মার্কেট বন্ধ করতে দেখা গেছে।

আবার অনেকে পুনরায় দোকান খুলে বসেছে। শুরু করেছে ব্যবসা।

এ যেন প্রশাসনের সাথে অসাধু ব্যবসায়ীদের ইঁদুর-বিড়াল খেলা।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...