প্রকাশিত: ১৯/০৫/২০২০ ৩:৩৯ এএম

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিং মলে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করার অভিযোগে ক্রেতা-বিক্রেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আজ সোমবার অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধির নির্দেশনা না মানায় চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অধিকাংশ দোকানই বাইরে তালা ঝুলিয়ে ভেতরে কেনাবেচা করছেন। স্বাস্থ্যবিধির কোনো নির্দেশনাই মানছেন না ক্রেতা-বিক্রেতাগণ। সেখান থেকে চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রামের মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে আজ ড্রোন নিয়ে মাঠে নেমেছিল কোতোয়ালী থানা পুলিশ। মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...