প্রকাশিত: ১৭/১২/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩১ এএম

শ.ম.গফুর::
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার জরুরী সভায় আগামী ১৯ ডিসেমবরের মধ্যে ৫ দফা বাস্তবায়ন দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।তারা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, নির্ধারিত ভাতা বৃদ্ধি করা, বেতনবৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের পদোন্নতি প্রদানপূর্বক জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক পদে পদায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব মতে স্বাস্থ্য পরিদর্শকদের পদনাম অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদানের পাঁচটি দাবিতে ২৩ ডিসেমবরের ‌ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনসহ সকল দায়ীত্ব থেকে বিরত থাকার ঘোষণা দিয়ে ৫দফা দাবী মেনে নিতে সরকারের নিকট আলটিমেটাম দিয়েছেন।এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের চেষ্টার ফসল হচ্ছে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন।মাঠ কর্মীদের কাজের ফলেই স্বাস্থ্যসেবায় সরকার সাফল্য দেখাতে পারে। কিন্তু সেই মাঠ কর্মীরা আজ বিভিন্নভাবে উপেক্ষিত। এজন্য ৫ দিনের আলটিমেটাম দিয়ে ১৯ মধ্যে তারিখের ভিতরে ৫ দফা মেনে নেয়ার আহবান জানিয়েছেন তারা।
প্রতিবাদ সভার বক্তারা বলেন, দাবি না মানলে আগামী থেকে মাঠ কর্মীরা নির্ধারিত বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সকল কাজ থেকে বিরত থেকে ঢাকায় আহুত মানববন্ধনে অংশ নেবে ।সভাপতি মোবাশ্বেরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সহসভাপতি চাইহ্লা মং চাক, সহ সভাপতি কামরুল হাসান শিমুল, সদস্য আব্দুররহিম, জেসমিন আক্তার, চিংহ্লাউ চাক, উম্মে হাবিবা বেলাল উদ্দিন প্রমুখ।প্রতিবাদ কর্মসূচীতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন, সোনাইছড়ি ইউনিয়ন,ঘুমধূম ইউনিয়ন,বাইশারী ইউনিয়ন ও দৌছড়ি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...