নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৪:৩৯ পিএম

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেছে। এতে পর্যটকসহ ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাংলা বাজারের দরগাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের অভিযোগ বাসচালক ঘুম নিয়েই চালাচ্ছিলেন। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিলে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মারসা পরিবহন নামের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতি ও চালক ঘুমিয়ে যাওয়ায় বাসটি বিলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও আলী আহমদ প্রথম আলোকে, বাসটির গতি ছিল বেপরোয়া। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে অনেক পর্যটক ছিল। আহতের মধ্যে কয়জন পর্যটক সে বিষয়ে তাঁরা জানেন না।

জানতে চাইলে রামু হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আহতদের পরিচয় জানা যায়নি। বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...