ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ৮:২৮ এএম , আপডেট: ২৭/০৭/২০২৫ ৮:২৮ এএম

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত কক্সবাজারের ছোট্ট মেয়ে রুবাইদা নূর আলবীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শুক্রবার রাতে তাকে হাসপাতালের ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলবীরা এখন শঙ্কামুক্ত। গত মঙ্গলবার তার পুড়ে যাওয়া হাতে অস্ত্রোপচার এবং মুখে প্লাস্টিক সার্জারি করা হয়।

আলবীরার বাবা জসিম উদ্দিন জানান, তার মেয়ের শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে এবং মুখমণ্ডলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সে বিপদমুক্ত বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের মধ্যে ছিল ১০ বছর বয়সী আলবীরাও।

মেয়ের সুস্থতার খবরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জসিম উদ্দিন। তিনি কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা এবং বাজারঘাটা মদিনা স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারের মালিক।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মাইলস্টোন ট্র্যাজেডি—আল্লাহর অশেষ রহমতে, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আমাদের আলবীরা এখন কেবিনে। আলবীরার জন্য যারা দোয়া করেছেন, পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন—বিশেষ করে কক্সবাজারের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজ, সংবাদকর্মী, অনলাইন চ্যানেল ও সংবাদপত্র—সবার প্রতি আমাদের পরিবার কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, গণমাধ্যম তার মেয়ের খবর তুলে ধরে মানুষের দোয়া চেয়েছে। অনেকে মোবাইল ফোনে যোগাযোগ করেছেন, মসজিদ-মাদ্রাসায় দোয়া করেছেন, এমনকি মন্দির ও প্যাগোডায়ও প্রার্থনা করা হয়েছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে জসিম উদ্দিন বলেন, “আমার মেয়ে আলবীরার পক্ষ থেকেও আপনাদের প্রতি রইল ভালোবাসা ও কৃতজ্ঞতা।”

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...