প্রকাশিত: ০৪/০৯/২০১৮ ৮:০৬ এএম

ইয়েমেনের নোবেলজয়ী অধিকারকর্মী তাওয়াক্কোল কারমান সৌদি আরব ও আবুধাবির যুবরাজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়েরের হুািশয়ারি দিয়েছেন। আলজাজিরাকে তিনি বলেছেন, ইয়েমেনে সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনটি এমন মামলার আইনগত ভিত্তি তৈরি করে দিয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং হুতি বিদ্রোহীরা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। তাওয়াক্কোল কারমান একজন ইয়েমেনি সাংবাদিক।

২০০৫ সালে আরব বসন্তের সময় তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন। সরকারবিরোধী বিক্ষোভে তিনি ছিলেন সামনের সারিতে। ইয়েমেনিদের কাছে তিনি ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করা কারমান ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম আরব নারী, যিনি এই পুরস্কার লাভ করেছেন।
আলজাজিরাকে কারমান বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনে এমনসব ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করা হয়েছে, যা ‘ভয়াবহ এবং নজিরবিহীন বিধিভঙ্গের উদাহরণ’। যদিও তিনি মনে করেন, ওই প্রতিবেদনে উল্লেখিত তথ্যে ‘প্রকৃত অবস্থার খুব সামান্যই উঠে এসেছে’।
২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। নিহতদের মধ্যে অন্তত ২ হাজার ২০০ শিশু রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...