প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৩ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এসময় রোহিঙ্গাদের খোঁজ-খবর নেয়া হয় এবং দ্রুত তাদের ফেরত নেয়ার আশ্বাস দেয়া হয়।

রোববার দুপুরে তুমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের পাশে এসে মিয়ানমারের একটি প্রতিনিধি দল তাদের খোঁজ-খবর নেন।

মিয়ামারের মংডু জেলা প্রধান উই ই টু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় মিয়ানমারের বিভিন্ন সংস্থার আরো ১০-১২ জন কর্মকর্তা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

তারা দীর্ঘক্ষণ নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পালিয়ে আসার পরে এই প্রথম মিয়ানমার সরাসরি রোহিঙ্গাদের খোঁজ-খবর নিলো।

তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নেয়া রোহিঙ্গা মোহাম্মদ আবুল কালাম বলেন, দুপুরে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কাঁটাতারের পাশে এসে তাদের সঙ্গে কথা বলেছেন।

এসময় প্রতিনিধি দলটি জানিয়েছে, তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলছে। দু’দেশের সমঝোতার মাধ্যমে তাদের ফিরিয়ে নেয়া হবে।

রোহিঙ্গারা প্রতিনিধি দলটির কাছে মিয়ানমারে তাদের পূর্ণ নিরাপত্তা দেয়া এবং সম্পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বলে জানান আবুল কালাম।

রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানিয়েছেন, নো-ম্যান্স ল্যন্ডে অবস্থান নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গাদের ২৩ তারিখ থেকে ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে কথা হচ্ছে। নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা যেহেতু বাংলাদেশে প্রবেশ করেনি, তাই তাদের যাচাই-বাছাই করার প্রয়োজন নেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়ানমার ২৩ জানুয়ারি থেকেই নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু করবে। এক্ষেত্রে মিয়ানমার বাংলাদেশের সহযোগিতা চাইলে অবশ্যই তাদের পূর্ণ সহযোগিতা করা হবে। সুত্র :poriborton

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...