প্রকাশিত: ০৯/০৭/২০২২ ৪:৫৫ পিএম

চরম অর্থনৈতিক সঙ্কট পার করছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। এরইমধ্যে আন্দোলনের মুখে নিজের বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে পুলে সাতার কেটেছে বিক্ষোভকারীরা। শনিবার (৯ জুলাই) এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সুইমিংপুলের চারপাশে পতাকা হাতে জড়ো হয়েছেন হাজার হাজার উত্তেজিত আন্দোলনকারী। এ সময় একদলকে রান্নাঘরে রান্নাও করতে দেখা গেছে। আরেকদল বড় একটি টেবিলের চারপাশে অবস্থান নিয়েছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পরিস্থিতির সমাধানের জন্য দলের নেতাদের একটি জরুরি বৈঠক ডেকেছেন। সংসদ ডাকার জন্য তিনি স্পিকারকেও অনুরোধ করেছেন।

দেউলিয়া সমস্যা ও মুদ্রাস্ফীতির পাশাপাশি খাদ্য ও জ্বালানি সংকটের সাথে লড়াই করছে শ্রীলঙ্কা। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে বৈদেশিক রিজার্ভ ফুরিয়ে গেছে এই দ্বীপদেশটির। বর্তমানে প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...