বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ছাত্র এহসানুল হক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর অসুস্থ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম থেকে আসার পথে কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প এলাকায় এ হামলার শিকার হন। টমটম যোগে বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরার জন্যে তিনি রওনা হন। সেসময় ১৫-১৬ বছরের ছয় যুবকও ওঠেন ওই টমটমে। বিডিআর ক্যাম্প এলাকায় আসলে তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ নিয়ে নেয়। তার কাঁধে থাকা ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে উপর্যুপরি বুকে এবং পিঠে ছুরিকাঘাত করে। পরে অন্য এক টমটম ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি এখন শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, সেদিন রাত্রের অপারেশনের পর তিনি এখন আশংকামুক্ত।
পাঠকের মতামত