প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৪:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৬ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বাল্যবিবাহের খবর পাওয়া গেছে। গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দি আটলান্টিক এসংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

গত নভেম্বর মাসে ফটো সংস্থা ‘গেটি ইমেজ’-এর আলোকচিত্রী অ্যালিসন জয়েস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটান। অনেক পরিবারে কিশোরীদের বিয়ের জন্য প্রস্তুত করতে দেখেন তিনি। এর মধ্য দিয়ে পরিবারের জন্য আরো খাবার নিশ্চিত করা যাবে বলে তাদের আশা।


আলোকচিত্রী জয়েস বলেন, ‘মিয়ানমারের রাখাইন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিকভাবে বাল্যবিবাহ অত্যন্ত সাধারণ ঘটনা। গত আগস্টের শেষ থেকে এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শরণার্থী শিবিরে বাল্যবিবাহের জন্য খাদ্যসহায়তা একটা অন্যতম কারণ বলে জানা গেছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, রোহিঙ্গা শিশুরা, বিশেষ করে যাদের কেউ নেই, তারা পাচার বা বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থার (আইওএম) অনুসন্ধানে রোহিঙ্গা কিশোরী হিসেবে তালিকাভুক্ত অনেকেই, এমনকি ১১ বছর বয়সেও, বিয়ে হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে পরিবারের সদস্যসংখ্যা কমানো এবং নিজেদের জন্য খাদ্য নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে অনুসন্ধানে।’

বাল্যবিবাহের শিকার কিশোরীদের মধ্যে রয়েছে নূর বেগম। সে তার বয়স না জানলেও ১৪ থেকে ১৬-এর মধ্যে হতে পারে বলে জানায়। গত ৩০ নভেম্বর তার বিয়ে হয়েছে রায়িদ আলমের (২০) সঙ্গে। নূর জানায়, তার বাবা-মা বিয়ের আয়োজন করেছে।

এ ছাড়া ২২ নভেম্বর বিয়ে হয় তাসমিনা বেগম (১৬) ও মোহাম্মদ ইলিয়াসের (১৮)। ইলিয়াস বলেন, ‘আমার বাবা-মা বৃদ্ধ। তাদের দেখাশোনার কেউ নেই। এ জন্য আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাসমিনা বলে, ‘আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়েছে। আমি না বলতে পারিনি।’

সাবাকুর নাহারের (১৫) সঙ্গে বিয়ে হয় রাহুল আমিনের (২০) সঙ্গে। এ ছাড়া আমিনা বেগমের (১৫) সঙ্গে মুনীর, ফারমিনা বেগমের (১৬) সঙ্গে হাশিমুল্লাহ (১৮) বিয়ে হয়।
এনটিভি

পাঠকের মতামত

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...