
Single Page Top
ঢাকা: রোহিঙ্গা ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র আন্দোলন ইত্যাদি বিষয়ে ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
রোববার (১৯ আগস্ট) আয়োজিত ব্রিফিংয়ে ১০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি কূটনীতিকদের মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাদের ব্রিফিং করেছেন।

ব্রিফিংয়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন সফরের বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া সদ্য ঘটে যাওয়া ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিং করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত কার্যক্রম। সে অনুযায়ী রোববার এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।
Single Page Bottom
পাঠকের মতামত