প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ১০:০৯ পিএম

mail.google.comখালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারে রামুতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) উপজেলা প্রশাসন এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল সামশুউদ্দিন আহমদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, রামু উপজেলা খাদ্য কর্মকর্তা সুজিত বিহারী সেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)’র জেলা শাখার সভাপতি এম মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বৃন্দ।

প্রসঙ্গত, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান লাল মনিরহাটের জেলা প্রশাসক হিসাবে নিযুক্ত হন। গত মঙ্গলবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলির আদেশ জারি করেছে।

সভায় বক্তারা বলেন, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান একজন সৎ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তাঁর ভালো কাজের প্রাপ্যতা স্বরূপ সরকার তাকে পদোন্নতি দিয়েছে। আমরা উনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। পাশাপাশি আমরা অনুরোধ করছি তিনি যেন রামু কক্সবাজারের মানুষগুলোকে মনে রাখেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে  উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে ফুল ও ক্রেষ্ট দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিব, উদ্যোক্তারা ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...