প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ১০:৫৫ এএম , আপডেট: ১৩/০৯/২০১৮ ১১:০৪ এএম
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক::

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি

রাখাইনে সেনা অভিযানের সম্পূর্ণ দায় মিয়ানমার সরকারের। সকালে ভিয়েতনামের রাজধানী হানয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এরই মধ্যে শুরু হওয়া উচিৎ ছিল। এক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও জানান তিনি। সু চি বলেন, রাখাইনে পরিস্থিতি আরও ভালো ভাবে সামাল দেয়া যেতো।

তবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের সাথে নিরপেক্ষ হতে হবে বলেও জানান সু চি। আইনের শাসনের মাধ্যমে কাদের রক্ষা করতে হবে তা ঠিক করা সম্ভব না। গত বছরের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের পর পালিয়ে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা।

রাখাইনে সেনা নির্যাতনকে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দিয়ে আসছে।

স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেন, প্রথম দফায় প্রত্যাবাসন ২৩ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সেসময় বাংলাদেশ জানায় তারা প্রস্তুত নয়। যেহেতু এক্ষেত্রে দুই দেশ জড়িত, তাই প্রত্যাবাসন কখন শুরু হবে এ সিদ্ধান্ত আমরা একা নিতে পারি না। কারণ শরনার্থীদের বাংলাদেশ থেকে এখানে ফিরে আসতে হবে। আমরা বাংলাদেশ থেকে তাদের নিয়ে আসতে পারবো না। সমঝোতা স্মারক অনুযায়ী, সীমান্ত রেখায় তাদের গ্রহণ করার কথা।

রাখাইনে সেনা অভিযানের সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমাদের মাত্র ৭৫ শতাংশ ক্ষমতা থাকলেও এর ১০০ ভাগ দায়ভারই আমাদের সরকারের।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...