প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৫:০৩ পিএম
রোহিঙ্গা অনুপ্রবেশের ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ::

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক) কামরুল আহসান রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন সচিব।
বৈঠক শেষে কামরুল আহসান সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের নিয়ে সীমান্তে যে সঙ্কট তৈরি হয়েছে তাতে বাংলাদেশ উদ্বিগ্ন। এই সমস্যার সমাধান মিয়ানমারেই হওয়া উচিত। বাংলাদেশ রাখাইন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ বা কোন ধরণের নির্যাতন দেখতে চায় না। এজন্য মিয়ানমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে বাংলাদেশ আশা করে।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...