উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২৫ ৭:৫২ এএম , আপডেট: ২১/১২/২০২৫ ৭:৫৫ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কক্সবাজারে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে টেকনাফ ও মহেশখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে টেকনাফের বাহারছড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম ইয়াহিয়া খান।

পুলিশের তথ্যমতে, ইয়াহিয়া খান তার ফেসবুক প্রোফাইলে শহীদ হাদির মৃত্যুর পর ‘OUT’ লিখে পোস্ট করেন।

এছাড়া অন্য একটি ফেজবুক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি ও বরেণ্য ব্যক্তিদের পাশে শহীদ হাদির কবর দেওয়া নিয়ে আপত্তি তুলে হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করেন।

সেখানে তিনি লেখেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাদপ্রতিম শিক্ষদেরই সংরক্ষিত সমাধিস্থল। এখানে শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, দুই সাবেক উপাচার্য, অধ্যাপক মোজাফফর আহমেদ চৌ. ও অধ্যাপক আব্দুল মতিন। এখানে কোনো জঙ্গির কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো দিন ক্ষমা করবে না।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।’

গ্রেপ্তার ইয়াহিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

অন্যদিকে একই রাতে মহেশখালীতে নূরুল আব্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে উপজেলার কুতুবজোম ইউনিয়নে অভিযান চালিয়ে মহেশখালী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নূরুল আব্বাস কুতুবজোম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৈলারপাড়া এলাকার আবুল কালামের পুত্র।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

পাঠকের মতামত

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...