প্রকাশিত: ১৪/০২/২০১৮ ৩:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমার সরকারের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিলো দুটি সশস্ত্র সংগঠন। মঙ্গলবার অস্ত্রবিরতিতে রাজি হয় নৃগোষ্ঠীগুলো।

জানুয়ারি মাসে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং সেনাপ্রধান মিন অং লাইং- এর সাথে সাক্ষাতের পর জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ‘দি নিউ মন স্টেট পার্টি’ এবং ‘লাহু ডেমোক্র্যাটিক ইউনিয়ন’। মঙ্গলবার ছিলো আনুষ্ঠানিকভাবে শান্তি প্রক্রিয়ায় যোগদানের ঘোষণা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- এখনও দেশের আরও ১০টি সশস্ত্র সংগঠন রয়েছে শান্তি প্রক্রিয়ার বাইরে। কয়েক দশকের সংঘাত থামাতে গেলোবছরই শান্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করে সু চি প্রশাসন। অবশ্য রাখাইন সহিংসতা ও রোহিঙ্গা গণহত্যার ঘটনায় অনেকটাই ধামাচাপা পড়ে যায় সরকারের এই ইতিবাচক উদ্যেগ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...